ঢাকা | বঙ্গাব্দ

ভালুকায় বিদ্যুতের খুঁটির নিচে যুবকের লাশ, হত্যা নাকি দুর্ঘটনা !

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2025 ইং
ছবির ক্যাপশন:

ময়মনসিংহের ভালুকা উপজেলার পরিত্যক্ত লাভনী শুটিং স্পট থেকে সাবাব সরকার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বিদ্যুতের একটি খুঁটির নিচে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সাবাব সরকার উপজেলার হাবিরবাড়ি ইউনিয়নের জীবনতলা গ্রামের বাসিন্দা এবং উপজেলা কৃষক দলের সদস্য হাফিজ উদ্দিন সরকারের ছেলে। তিনি পেশায় একজন বিদ্যুৎ মিস্ত্রি ও ড্রাম-ট্রাক চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বিদ্যুৎ সংক্রান্ত একটি কাজ শেষে বকেয়া টাকা নেওয়ার জন্য কেউ একজন মোবাইলে সাবাবকে ডাকে। এরপর তিনি বাড়ি থেকে বের হন। রাত হয়ে গেলেও আর ফিরে আসেননি।
পরদিন সকালে লাভনী শুটিং স্পট এলাকায় বিদ্যুতের খুঁটির নিচে তার লাশ পড়ে থাকতে দেখে চাচা সালাহ উদ্দিন সরকার পুলিশে খবর দেন।

পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের মুখে রক্তের দাগ এবং দুই হাতে ও আঙুলে পোড়ার চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

সাবাবের বাবা হাফিজ উদ্দিন সরকার অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার সঙ্গে টাকা-পয়সা ও মোবাইল ফোন কেনা নিয়ে বন্ধুবান্ধবদের কারও কারও সঙ্গে বিরোধ ছিল।”

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বলেন, “সাবাব সরকারের মরদেহ ১১ হাজার ভোল্টেজ লাইনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তার মুখে রক্ত ও হাতে বিদ্যুৎপোড়ার চিহ্ন রয়েছে। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যা—তা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষা করতে হবে।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।


নিউজটি আপডেট করেছেন : Mehedi Hasan Nadim

কমেন্ট বক্স